চৌদ্দগ্রাম সরকারি কলেজ

প্রতিষ্ঠিত - ১৯৭২ ইং

  • ভর্তির পদ্ধতি
  •  একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

    একাদশ শ্রেণির সকল শাখায় ভর্তি ফরম উত্তোলন ও জমাদানের তারিখ

    ০৬/০৬/২০১৫ তারিখ থেকে ১৮/০৬/২০১৫ তারিখ পর্যন্ত

    একাদশ শ্রেণিতে আবেদনের নূন্যতম যোগ্যতা
    বিজ্ঞান বিভাগ জিপিএ ৩:৫০

    ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ ৩:০০

    মানবিক বিভাগ জিপিএ ২:০০

    দ্রষ্টব্যঃ শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত, প্রতিদিন সকাল ৮:০০ থেকে দুপুর ২:০০ ঘটিকার মধ্যে অফিস কক্ষ (কক্ষ নং ০৪) থেকে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। শিক্ষাবোর্ড ঘোষিত নীতিমালা অনুযায়ী On-Line এর মাধ্যমেও আবেদন করা যাবে। অত্র প্রতিষ্ঠানের EIIN নম্বর ১০৮১৬৪।
    SMS এর মাধ্যমে যেভাবে ভর্তির আবেদন করবেন-
    SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে করা যাবে। আবেদনের জন্য মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে – CADভর্তিচ্ছু কলেজ/মাদ্রাসার EIINভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষরএসএসসি/সমমানের পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষরএসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বরএসএসসি/সমমান পরীক্ষা পাসের সনভর্তিচ্ছু শিফটের নামভার্সনকোটার নাম। এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নাম্বারে।
    উদাহরণঃ CAD 108164 SC DHA 123456 2015 B FQ
    এখানে 108164 ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN
    SC- ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science = SC)
    DHA- এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
    123456- আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর
    2015- এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন
    D- শিফটের নামের প্রথম অক্ষর
    B- ভার্সন এর প্রথম অক্ষর
    FQ- মুক্তিযোদ্ধা কোটা।
    আপনার কাঙ্খিত কলেজের EIIN নম্বর জানা না থাকলে এখানে ক্লিক করে জেনে নিন।
    ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ
    Science

    SC

    Humanities

    HU

    Business Studies

    BS

    Home Economics

    HE

    Islamic Studies

    IS

    Music

    MC

    ফিরতি SMS-এ আবেদনকারীর নাম, কলেজ/মাদ্রাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে- CADYesPINContact Number
    আবেদন ফিঃ একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠানের একাধিক গ্রুপে বা একাধিক শিফটে আলাদা ভাবে আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে প্রতিবারই ফি বাবদ ১২০ টাকা কেটে নেওয়া হবে।
    অন-লাইনের মাধ্যমে ভর্তির আবেদন করার পদ্ধতি-
    আবেদন পদ্ধতিঃ আবেদনকারীকে নির্ধারিত website- এ (www.xiclassadmission.gov.bd) গিয়ে নিচের ছবির মত Apply Online –এ Click করতে হবে। এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, বোর্ড ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি করতে হবে। এরপর কোটা, পছন্দক্রম, পূরণ করার পর প্রার্থীরা টেলিটক সিমের মাধ্যমে অনলাইনের আবেদন ফি প্রদান করতে পারবে।
    টেলিটক সিম এর মাধ্যমে আবেদন ফি প্রদানের পদ্ধতিঃ
    অনলাইনে আবেদন এর পর টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। এর জন্য টেলিটক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এভাবে-CADWEBApplication ID। এরপর 16222 নাম্বারে সেন্ড করতে হবে।
    আবেদন ফিঃ অন-লাইনে সর্বোচ্চ ৫টি কলেজে আবেদনের জন্য ১৫০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে আবার ৫টি করলেও ১৫০/- চার্জ করবে। অর্থাৎ এসএমএস এ আবেদন পদ্ধতির মত কলেজ প্রতি আলাদা চার্জ করা হবে না।
    আবেদনের সময়সীমাঃ আবেদন করা যাবে ০৬/০৬/২০১৫ থেকে ১৮/০৬/২০১৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। পুনঃনিরীক্ষণের মাধ্যমে যাদের ফলাফল পরিবর্তন হবে তাদের জন্য আবেদনপত্র গ্রহণের তারিখ ২১/০৬/২০১৫।
    ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাক্রম ২৫/০৬/২০১৫ তারিখে এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডিতেও প্রকাশ করা হবে।

  • পৃষ্ঠপোষকতায় ও নির্দেশনায়ঃ মোহাম্মদ আলী, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সার্বিক সহযোগিতায়ঃ মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইকবাল মাহমুদ আসিফ, প্রভাষক, রসায়ন, ফখরুদ্দিন পিন্টু , প্রভাষক, ইংরেজি
    Developed by  SKILL BASED IT - SBIT